
USB BUS জগতের ভার্শন 3.0 হলো নতুন আসা হাইস্পীড ডাটা ট্রান্সফার করতে পারে এমন এক টেকনোলজি। যা পূর্বের ভাশর্ন ২.০ হতে ১০ গুন বেশী গতিতে ডাটা ট্রান্সফার করতে পারে। এর গতি বর্তমানে ৪.৮ গিগাবাইট/সেকেন্ড।
নতুন এই ভার্শনের নাম দেওয়া হয়েছে সুপারস্পীড ইউ. এস বি। বর্তমানে কম্পিউটারে যে সমস্ত ফাইল ব্যবহার করা হয় তার সাইজ দিনকে দিনকে কেবল বৃদ্ধি পাচ্ছে। ধরুন একটা ডি.ভি.ডি মুভি ফাইল। প্রায় ১ গিগা বাইটের হতে পারে , যা ভার্শন ২.০ এর চাইতে ৩.০ তে গুন দ্রুত গতিতে কপি করা যাবে।
এখন কার সব প্রসেররই অধিক গতি সম্পন্ন। তাই , খুব সম্ভবত এটা আগামী বছর হতে সব মার্দার বোর্ডের সাথে দেখা যাবে। আগের ২.০ ভার্শনের ক্যাবলের দুরত্ব খুব বেশী হলেই সমস্যা সৃষ্টি করতে, নতুন ভার্শনে লম্বা দূরত্বের ক্যাবল ব্যবহার করা যাবে। তাছাড়া এর গঠন আর্কিটেকও এসেছে পরিবর্তন এখকার ভার্শনে যেখানে ৪টি ওয়্যার ব্যবহার করা হয়, সেখানে বর্তমানের ৩.০ ভার্শনে ৮টি ওয়্যার ব্যবহার করা হয়। এসছে এর ইন্টারফেসেও পরিবর্তন, তাই এই ইন্টাফেসে ২.০ ভার্শনের ইউ. এস. বি ব্যবহার করা যাবে না।