proyojon Wellcome to my Blog

Ads


আপনি কি আপনার Windows XP তে Windows 7 এর থিম ব্যাবহার করতে চান? আমি কোন সমস্যা ছাড়াই আমার এক্সপিতে ব্যবহার করছি Windows 7 এর থিম। আপনিও ব্যাবহার করতে পারেন আমার মতো। Windows 7 আসার আগেই তার থিম ব্যাবহার করে কিছুটা আমেজ নিয়ে নিন। আপনারাও এই মজাটি নিতে পারেন সম্পূর্ন ফ্রিতে। Windows7 এর থিম ব্যাবহার করতে হলে আপনাকে যা করতে হবে তা নিচে উল্লেখ করা হল।

প্রথমে এই লিংক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। জিপ ফাইলটি আনজিপ করে Uxtheme Multi-patcher 6 ইনস্টল করুন। আপনার পিসিতে উইন্ডোজের ফাইল প্রটেশন এরর দেবে এবং রিপেয়ার করতে বলবে আপনি তা Cancel করে দিন এবং কম্পিউটার একবার রিস্টার্ট হবে। এরপর আনজিপ করা ফোল্ডার থেকে seven নামের ফোল্ডারটিকে কপি করে C:\windows এ গিয়ে resources ফোল্ডারটি ওপেন করে themes নামের ফোল্ডারটিতে পেস্ট করুন। এখন seven ফোল্ডারে গিয়ে seven নামে একটি থিম ফাইল দেখতে পাবেন সেই থিমটির ফাইলটির উপর ডাবল ক্লিক করে OK ক্লিক করুন। একটু পরে দেখবেন হয়ে গেল Windows 7 এর থিম। এবার আনজিপ করা ফোল্ডারে একটা ওয়ালপেপার আছে সেটা সেট করুন। কাজ শেষ। মজার ব্যাপার হল এই থিমটি উইন্ডোজের ডিফল্ট থিমগুলোর চাইতে হালকা তাই পিসি ব্যবহার করার সময় হালকা অনুভব করবেন
0 Responses

Post a Comment

Ads