উইন্ডোজ এক্সপিকে ভিসতার মত লুক দেয়ার জন্য অনেক সফটওয়্যার আছে। এ সব সফটওয়্যার এর মধ্যে ভিসতা ট্রান্সফরমেশন প্যাক সফটওয়্যারটি আমার মতে সেরা। ২৭ মেগাবাইটের এই সফটওয়্যারটি সমস্ত আইকন, লগ অন/লগ অফ ছবি, থিম ইত্যাদি ভিসতার মত করে ফেলে। কিছুদিন হল বের হয়েছে এর নতুন ভার্সন Vista Transformation Pack v8.0.1।
এটি চালাতে সর্বনিম্ন ৫১২ এমবি মেমোরী প্রয়োজন। এর ডাউনলোড ঠিকানা।
Post a Comment