proyojon Wellcome to my Blog

Ads

কম্পিউটারে লগিন পাসওয়ার্ড দেওয়া যায়, কিছু কিছু ফাইল এবং ফোল্ডারে ও পাসওয়ার্ড দেওয়া যায় সেটা আমরা সবাই জানি। কোন প্রোগ্রামে পাসওয়ার্ড কিভাবে দেবেন? যদিও কিছু কিছু প্রোগ্রামে এই সুবিধাটা বাই ডিফল্ট থাকে কিন্তু বেশিরভাগ প্রোগ্রামেই বাই-ডিফল্ট পাসওয়ার্ড দেওয়ার কোন ব্যবস্থা নেই। যে কোন প্রোগ্রামকে পাসওয়ার্ড প্রটেক্টেড করার জন্য ছোট্ট একটা ইউটিলিটি সফটওয়্যার হল KaKa ExeLock।

এটি একটি ফ্রিওয়্যার। ডাউনলোড করতে পারবেন এখান থেকে এটি সেটাপ করতে হয় না সরাসরি চালু হয়। এই প্রসঙ্গে কিছু জিনিস বলে রাখি, KaKa ExeLock দিয়ে কোন প্রোগ্রামকে পাসওয়ার্ড প্রটেক্টেড করার পর আর সেই প্রোগ্রাম থেকে পাসওয়ার্ড বাদ দেওয়া বা পরিবর্তন করতে পারবেন না। তাই কোন প্রোগ্রাম কে পাসওয়ার্ড প্রটেক্টেড করার আগে সেটার একটা ব্যাকআপ রেখে দিতে পারেন। অবশ্য ব্যকআপ রাখার ব্যবস্থা KaKa ExeLock এ দেওয়া আছে। কিছু কিছু এন্টিভাইরাস এটাকে ভাইরাস হিসেবে চিহ্নিত করতে পারে তবে ভয়ের কিছু নেই এটা ভাইরাস না। আর একটা জিনিস হল, পাসওয়ার্ড কিন্তু প্রোগ্রামের ভেতরে ইম্বেডেড করে দেওয়া হল ফলে প্রটেক্টেড প্রোগ্রামটা আপনি অন্য কম্পিউটারে নিয়ে চালাতে চাইলে ও পাসওয়ার্ড দিতে হবে।

ধরা যাক, আমরা Microsoft Word কে পাসওয়ার্ড প্রটেক্টেড করব। KaKa ExeLock চালু করুন। Select এ ক্লিক করে C:\Program Files\Microsoft Office\Office(xx)\WINWORD.EXE সিলেক্ট করুন। Password: এবং Re-type: এ একই পাসওয়ার্ড লিখুন। Backup this file (.bak) এ অবশ্যই টিক চিহ্ন থাকবে। Protect বাটনে ক্লিক করুন। Exe file protection succeed! মেসেজ দেখতে পাবেন। OK -> Close ক্লিক করুন। এবার Start Menu -> Run এ winword লিখে এন্টার দিন। দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড চালু হবার জন্য পাসওয়ার্ড চাইছে। সঠিক পাসওয়ার্ড দিতে পারলেই তবে চালু হবে।
পাসওয়ার্ড বন্ধ করতে চাইলে C:\Program Files\Microsoft Office\Office(xx)\ লোকেশনে যান। WINWORD.EXE.bak নামে ফাইলটা খুঁজে বের করুন। WINWORD.EXE মুছে দিন এবং WINWORD.EXE.bak কে রিনেম করে WINWORD.EXE করে দিন।
0 Responses

Post a Comment

Ads