proyojon Wellcome to my Blog

Ads

undefined
undefined



USB BUS জগতের ভার্শন 3.0 হলো নতুন আসা হাইস্পীড ডাটা ট্রান্সফার করতে পারে এমন এক টেকনোলজি। যা পূর্বের ভাশর্ন ২.০ হতে ১০ গুন বেশী গতিতে ডাটা ট্রান্সফার করতে পারে। এর গতি বর্তমানে ৪.৮ গিগাবাইট/সেকেন্ড।

নতুন এই ভার্শনের নাম দেওয়া হয়েছে সুপারস্পীড ইউ. এস বি। বর্তমানে কম্পিউটারে যে সমস্ত ফাইল ব্যবহার করা হয় তার সাইজ দিনকে দিনকে কেবল বৃদ্ধি পাচ্ছে। ধরুন একটা ডি.ভি.ডি মুভি ফাইল। প্রায় ১ গিগা বাইটের হতে পারে , যা ভার্শন ২.০ এর চাইতে ৩.০ তে গুন দ্রুত গতিতে কপি করা যাবে।




এখন কার সব প্রসেররই অধিক গতি সম্পন্ন। তাই , খুব সম্ভবত এটা আগামী বছর হতে সব মার্দার বোর্ডের সাথে দেখা যাবে। আগের ২.০ ভার্শনের ক্যাবলের দুরত্ব খুব বেশী হলেই সমস্যা সৃষ্টি করতে, নতুন ভার্শনে লম্বা দূরত্বের ক্যাবল ব্যবহার করা যাবে। তাছাড়া এর গঠন আর্কিটেকও এসেছে পরিবর্তন এখকার ভার্শনে যেখানে ৪টি ওয়্যার ব্যবহার করা হয়, সেখানে বর্তমানের ৩.০ ভার্শনে ৮টি ওয়্যার ব্যবহার করা হয়। এসছে এর ইন্টারফেসেও পরিবর্তন, তাই এই ইন্টাফেসে ২.০ ভার্শনের ইউ. এস. বি ব্যবহার করা যাবে না।





undefined
undefined
পি এইচ পি এর উপর একটা ই-বুক। ৪৭৮ পৃষ্টার এই ই-বুক নবীস থেকে এক্সপার্ট সকলেরই
কাজে আসবে বলে আমার বিশ্বাস।
ডাউনলোড করতে
এইখানে ক্লিক করুন




undefined
undefined
কোন কোন দেশে বা আই এস পি তে বিশেষ কিছু কারনে কোন কোন সাইট ব্লক করে রাখা হয়। যখনই আপনি ব্রাউজারে ব্লক করা কোন সাইট অপেন করতে চান , তখন তা ব্লক দেখায়। এই সব ব্লক খোলার জন্য অনেকে থার্ড পার্টি সফট ব্যবহার করে থাকেন। যেমন, hotspot sheild, hide ip ইত্যাদি।

আজ আমি আপনাদের এমন একটা সাইট এর সন্ধান দিচ্ছি যা দিয়ে সরাসরি যে কোন ব্লক করা সাইট গুলো ব্রাউজ করতে পারবেন।
http://www.microqatar.co.cc
কাতারে প্রচুর সাইট ব্লক করা। তাই বাধ্য হয়ে প্রক্সি ব্যবহার করতে হয়।
আপনি চাইলেও এই সাইট হোস্ট করতে পারেন। glypeproxy হতে আপনি পক্সির স্ক্রীপ্ট টা ডাউনলোড করে নিজেই এটা করতে পারেন।
undefined
undefined
ওয়ার্ডে আরবী টাইপ করার জন্য আপনার এক্স পি তে মাল্টিল্যাঙ্গুয়েজ সাপোট থাকতে হবে। না থাকলে আপনি নিচের লিংক হতে Icomplex2 ফাইলটি ডাউনলোড করুন এবং সেটআপ করুন। ডাউনলোড লিংক: http://omicronlab.com/download/tools/iComplex_2.0.0.exe
রিস্টাট এর ম্যাসেজ আসলে রিস্টাট করুন। এতে করে আপনার এক্স পি আরবী, বাংলা, হিন্দী সহ অনেক গুলো ভাষার সাপোর্ট দিতে সক্ষম হবে। এখানে উল্লেখ্য যে ভিস্তাতে মাল্টিল্যাঙ্গুয়েজ সাপোর্ট বিল্টইন।
আবরী টাইপ করার জন্য প্রথমে আপনাকে কী বোর্ড লেআউট পরিবর্তন এর অপশন এনাবল করতে হবে, আর এটি করার জন্য
( ভিস্তার জন্য )control panel এর regional and language options আইকনে ডাবল ক্লিক করে সেটি অপেন করুন। এবার Keyboard and Languages tab এ ক্লিক করে change Keboards বাটন এ ক্লিক করুন। এবার General Tab হতে Add বাটনে ক্লিক করুন কীবোর্ড এর লিস্ট হতে Arabic (Qatar) ( আপনারপ্রয়োজনে অন্যকোন আরবীয় দেশ এ ক্লিক করুন)এর + সাইন এ ক্লিক করে keyboard এর অর্ন্তভূক্ত Arabic 101 এর চেক বক্স এ টিক মার্কস দিন। পরপর দুবার OK বাটনে ক্লিক করুন। লক্ষ্য করে দেখুন আপনার টাস্কবার এর সিসটেম ট্রে এর পাশে EN নামে কীবোর্ড লেআউট আইকন যুক্ত হয়ে গেছে।
( এক্স পি র জন্য)control panel এর and language options আইকনে ডাবল ক্লিক করে সেটি অপেন করুন।Languages tab এ ক্লিক করে Details বাটনে ক্লিক করুন। এবার settings Tab এর Add বাটনে ক্লিক করে Input language: এর ড্রপডাউন বাটন হতে Arabic (Qatar) সিলেক্ট করুন এবং OK বাটনে ক্লিক করুন। এবার পরপর দুবার OK বাটনে ক্লিক করুন।
আরবীর জন্য ওর্য়াড কে রেডি করা:
( ওয়ার্ড ২০০৭) ওয়ার্ড ২০০৭ চালু করুন। অফিস বাটনে ক্লিক করে Word Options বাটনে ক্লিক করুন। এবার অপশন এর লিস্ট হতে Advance এ ক্লিক করুন। show documents content এর লিস্ট হতে Numeral এর ড্রপডাউন বাটনে ক্লিক করে Context নির্ধারন করুন। OK বাটনে ক্লিক করুন। ( এই কাজটি না করলে শুধু আরবী অক্ষর আসবে, কিন্তু আরবী সংখ্যা আসবে না।
( ওয়ার্ড ২০০৩) ওয়ার্ড ২০০৩ চালু করুন এবং Tools মেনু হতে Options এ ক্লিক করুন। এখন Complex Scripts tab এ ক্লিক করে general এর অর্ন্তভূক্ত Numeral ড্রপডাউন বাটনে ক্লিক করে Context নির্ধারন করে OK বাটনে ক্লিক করুন।
এবার আসুন ওয়ার্ড এ আরবী টাইপ করি :
এখন কীবোর্ড হতে ALT+SHIFT কী দুটো একত্রে চাপ দিন, দেখুন টাস্কবারে অবস্থিত EN পরিবর্তন হয়ে AR এর রূপ ধারন করেছে। এবার আপনি নরমালি যা টাইপ করেবন, তা সবই আরবী আসবে। এবার পুন:রায় ইংরেজী টাইপ এর জন্য কী বোর্ড এর ALT+SHIFT কীদ্বয় একত্রে চাপতে হবে।
এক্সট্রা টিপস: একই নিয়মে বাংলা, উর্দু, হিন্দী, নেপালী ইত্যাদি ভাষায় লেখা সম্ভব, আর এর জন্য শুধু মাত্র control panel এর regional and language options এ কী বোর্ড লেআউট ADD করে দিতে হবে।

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
আপনার কম্পিউটারে অফিস ২০০৭ নাই, এক্ষেত্রে আপনি অফিস ২০০৭ এর তৈরিকৃত ফাইল আপনার ২০০৩ বা অফিস এক্স পি তে অপেন করতে চাইলে , তা অপেন হবে না। আর এই সমস্যার সমধান এর জন্য মাইক্রোসফট একটা প্যাচ ছেড়েছে। নিচের লিংক হতে ডাউনলোড করে নিন এবং সেট করে নিন। অফিস২০০৭ এর ফাইল এবার আপনার পুরানো অফিস প্রোগোমে অপেন হবে।

Microsoft Office Compatibility Pack for Word, Excel, and PowerPoint 2007 File Formats

https://www.microsoft.com/downloads/details.aspx?familyid=941B3470-3AE9-4AEE-8F43-C6BB74CD1466&displaylang=en
undefined
undefined
কেউ যদি তার পছন্দের কোন প্রোগ্রাম কে রান কমান্ডে যুক্ত করতে চান তাহলে উক্ত প্রোগ্রাম এর শর্টকাট আইকন টা কপি করুন। যেমন: আপনার ডেস্কটপ এর winamp আইকনে ক্লিক করে সেটি কপি করুন।
এবার C:\Windows এ এসে তা পেস্ট করুন। মন চাইলে পেস্ট করা সর্টকাটের নাম পরিবর্তন করুন( না করলেও সমস্যা নাই)।যেমন: রিনেইম করলাম wamp । এবার রান মেনুতে এসে আপনার পেস্ট করা প্রোগ্রামের নামটা টাইপ করে এন্টার দিন। যেমন: wamp লিখে এন্টার।
undefined
undefined
অবসর কাটানোর জন্য আকেড টাইপের তিন টা গেইম দিলাম।

এগুলার জন্য কোন সিরিয়াল কী বা ক্র্যাক এর প্রয়োজন নাই।

JEWEL QUEST II
এটা একটা পাজল টাইপ গেইম, যেখানে আপনি এ্কই ধরনের তিনটা রত্ন কে একত্রে লাইনে বসাতে হবে। এই ভাবে সম্পূর্ন বোড শেষ করলেই পরবর্তী বোড এ যেতে পারবেন। স্পেশাল পাওয়ারও মাঝে মাঝে পাবেন যা দিয়ে সরাসরি কোন রত্ন কে উড়িয়ে দিতে পারেন। এই গেইমটার সাউন্ড এবং গ্রাফিক্স আপনার মন কাড়বে।
ডাউন লোড লিংক:

http://download723.mediafire.com/wbs55zjnl9ig/3zcyzl1mz9m/Jewel.Quest.II.3.37.rar

STAR DEFENDER
এটি হল একটা আর্কেড টাইপ স্পেইস গেইম, শত্রু বাহিনীর শত শত এয়ার স্পেস গুলো কে ধ্বংস করে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রত্যেক রাউন্ড এর শেষের দিকে বিশালাকৃতির ( বস) এয়ার স্পেসশীপকে ধ্বংস করতে হবে। আসুন পৃথিবীটাকে বহিরাগত শত্রুদের থেকে মুক্ত রাখি।
ডাউনলোড লিংক:

http://www.mediafire.com/download.php?ebt0mwxlznm

TURTIX
এডভেন্সচার এবং পাজল এ দুটো মিলিয়ে একটা চমৎকার গেইম। আপনাকে যা করতে হবে্ বিভিন্ন স্থানে আটকে পড়া বাচ্চা গুলোকে ছাড়িয়ে দিতে হবে, এবং তাদের গন্তব্য পথটাকে ও কাটা মুক্ত করে দিতে হবে। তবে আপনাকে সাবধানে এগিয়ে যেতে হবে, কারণ আপনার নিজের জন্যও রয়েছে বিভিণ্ণ ফাদঁ আর শত্রু। এটার সাউন্ড মোটামুটি কিন্তু গ্রাফিক্স অসাধারন মানের। ভিস্তা সার্পোটেড এই গেইমটা আশা করি ভালই লাগবে।
ডাউনলোড লিংক:

http://www.mediafire.com/download.php?0oxxjohz0y3
তিনটাই আলাদা আলাদা টাইপের গেইম।

undefined
undefined
ধরুন আপনি চাচ্ছনে আপনার লোকাল নেট ওয়ার্ক ভূক্ত কম্পিউটার গুলোকে, আপনার কম্পউটার হতে একসেস করতে। আর এই কাজের জন্য আপনি window xp এর Remote assistance ব্যবহার করতে পারেন। আসুন শুরু করি। ১। প্রথমে আপনি ইউজার একাউন্ট ( control panel এ পাবনে) হতে আপনার একাউন্ট এর জন্য একটি পাসওয়ার্ড দিন।২। এবার Run মেনুতে command টাইপ করে এন্টার দিন এবং ipconfig টাইপ করে এন্টার দিন।

1.jpg

দেখুন IP Address 192.168.0.119 পাওয়া যাচ্ছে। এটা আপনার বেলায় ভিন্ন নাম্বার আসতে পারে বা আপনি নিজে আপনার প্রয়োজন অনুযায়ী সেট করে নিতে পারেন। ৩। My Computer এর আইকনে রাইট বাটনে ক্লিক করুন এবং properties এ ক্লিক করে Remote Tab এ ক্লিক করুন।

2.jpg

৪। Remote Desktop এর Allow users to connect remotely to this computer এ টিক মাক দিন এবং OK বাটনে ক্লিক করুন। ৫। একই নিয়মে অন্যান্য কম্পউটার গুলো কনফিগার করুন এবং আ.পি এড্রেস মনে রাখুন।৬। Start > All program > Accessories > communications >Remote desktop Connection এ ক্লিক করুন । 3.jpg

৭। কম্পিউটার text box এ যে কম্পিউটার একসেস করতে চান সেটির আই. পি এড্রেস টাইপ করুন এবং connect বাটনে ক্লিক করুন । ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করুন, যে কম্পিউটার এর আই. পি এড্রেস ব্যবহার করেছেন সেটির। OK বাটনে ক্লিক করুন। এবার আপনার কম্পিউটারে ক্রীণে রিমোট কম্পিউটার ডেস্কটপ প্রদশির্ত হবে। একই প্রকার কাজ নেট মিটিং দিয়েও করা যায়। তবে নেট মিটিং এ বাড়তি অনেক ফিচার রয়েছে।
undefined
undefined



খুব সহজে আপনি আপনার সিডি-রম এর জন্য পাওয়ার সাপ্লাই বানিয়ে ব্যবহার করতে পারেন। এতে করে আপনাকে সিডি-রম টেস্ট করার জন্য পিসির পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবেনা। তাছাড়া ও যদি কেউ পিসি সিডি-রম দিয়ে অডিও সিডি-প্লেয়ার তৈরি করতে চায়, তাতেও এই পাওয়ার সাপ্লাইটা বেশ কাজে আসবে।

অডিও সিডি প্লেয়ার বানাতে ক্রিয়েটিভ এর সিডি-রম ব্যবহার করুন, কারন এর সাথে একটি রিমোট পাওয়া যায়। সার্কিট এ ব্যবহৃত ডি টাইপ কানেকটরটি আপনি নস্ট পাওয়ার সাপ্লাই হতে সংগ্রহ করুন।

Ads