proyojon Wellcome to my Blog

Ads

undefined
undefined
অবসর কাটানোর জন্য আকেড টাইপের তিন টা গেইম দিলাম।

এগুলার জন্য কোন সিরিয়াল কী বা ক্র্যাক এর প্রয়োজন নাই।

JEWEL QUEST II
এটা একটা পাজল টাইপ গেইম, যেখানে আপনি এ্কই ধরনের তিনটা রত্ন কে একত্রে লাইনে বসাতে হবে। এই ভাবে সম্পূর্ন বোড শেষ করলেই পরবর্তী বোড এ যেতে পারবেন। স্পেশাল পাওয়ারও মাঝে মাঝে পাবেন যা দিয়ে সরাসরি কোন রত্ন কে উড়িয়ে দিতে পারেন। এই গেইমটার সাউন্ড এবং গ্রাফিক্স আপনার মন কাড়বে।
ডাউন লোড লিংক:

http://download723.mediafire.com/wbs55zjnl9ig/3zcyzl1mz9m/Jewel.Quest.II.3.37.rar

STAR DEFENDER
এটি হল একটা আর্কেড টাইপ স্পেইস গেইম, শত্রু বাহিনীর শত শত এয়ার স্পেস গুলো কে ধ্বংস করে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রত্যেক রাউন্ড এর শেষের দিকে বিশালাকৃতির ( বস) এয়ার স্পেসশীপকে ধ্বংস করতে হবে। আসুন পৃথিবীটাকে বহিরাগত শত্রুদের থেকে মুক্ত রাখি।
ডাউনলোড লিংক:

http://www.mediafire.com/download.php?ebt0mwxlznm

TURTIX
এডভেন্সচার এবং পাজল এ দুটো মিলিয়ে একটা চমৎকার গেইম। আপনাকে যা করতে হবে্ বিভিন্ন স্থানে আটকে পড়া বাচ্চা গুলোকে ছাড়িয়ে দিতে হবে, এবং তাদের গন্তব্য পথটাকে ও কাটা মুক্ত করে দিতে হবে। তবে আপনাকে সাবধানে এগিয়ে যেতে হবে, কারণ আপনার নিজের জন্যও রয়েছে বিভিণ্ণ ফাদঁ আর শত্রু। এটার সাউন্ড মোটামুটি কিন্তু গ্রাফিক্স অসাধারন মানের। ভিস্তা সার্পোটেড এই গেইমটা আশা করি ভালই লাগবে।
ডাউনলোড লিংক:

http://www.mediafire.com/download.php?0oxxjohz0y3
তিনটাই আলাদা আলাদা টাইপের গেইম।

0 Responses

Post a Comment

Ads