undefined
undefined

খুব সহজে আপনি আপনার সিডি-রম এর জন্য পাওয়ার সাপ্লাই বানিয়ে ব্যবহার করতে পারেন। এতে করে আপনাকে সিডি-রম টেস্ট করার জন্য পিসির পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবেনা। তাছাড়া ও যদি কেউ পিসি সিডি-রম দিয়ে অডিও সিডি-প্লেয়ার তৈরি করতে চায়, তাতেও এই পাওয়ার সাপ্লাইটা বেশ কাজে আসবে।
অডিও সিডি প্লেয়ার বানাতে ক্রিয়েটিভ এর সিডি-রম ব্যবহার করুন, কারন এর সাথে একটি রিমোট পাওয়া যায়। সার্কিট এ ব্যবহৃত ডি টাইপ কানেকটরটি আপনি নস্ট পাওয়ার সাপ্লাই হতে সংগ্রহ করুন।
Post a Comment