proyojon Wellcome to my Blog

Ads

অনেকের কাছেই ফন্ট ইনস্টল করা অনেক ঝামেলার কাজ মনে হয়। আজ আমি আপনাদের একটি টিপস দেব যার মাধ্যমে খুব সহজেই ফন্ট ইনস্টল করতে পারবেন। আপনার যে ড্রাইভে Windows XP ইনস্টল করা আছে সেই ড্রাইভে যান(সাধারনত C: ড্রাইভ)। Documents and Settings -> User Name(আপনি যে নামে লগিন করেন) -> SendTo তে যান। সাধারনত এটি হিডেন অবস্থায় থাকে। খুঁজে না পেলে My Computer -> Tools -> Folder Options -> View -> Show Hidden Files ang Folders এ টিক চিহ্ন দিয়ে OK করুন। এখনো যদি না পান তাহলে এড্রেসবারে \SendTo লিখে এন্টার দিন। অর্থাৎ সম্পূর্ন লাইনটা হবে এই রকম, C:\Documents and Settings\User Name(আপনি যে নামে লগিন করেন)\SendTo। আশাকরি এবার অবশ্যই পাবেন।

এবার SendTo ফোল্ডারের ভেতর ফাঁকা যায়গায় মাউস রাইট ক্লিক করে New -> Shortcut সিলেক্ট করুন। এবার Fonts লিখে Next -> Finish এ ক্লিক করুন। আপনার সকল কাজ শেষ। এখন শুধু ফন্ট ইনস্টল করা বাকি। এবার আপনি যে ফন্টটি ইনস্টল করবেন তার উপর রাইট মাউস ক্লিক করে Send To -> Fonts এ ক্লিক করুন। সাথে সাথেই ফন্টটি ইনস্টল হয়ে যাবে। ফন্ট ইনস্টল করা কত সহজ! তাই নয় কি? কোন সমস্যা হলে মন্তব্য করুন।
0 Responses

Post a Comment

Ads