
আমার মনে হয় যারা নোকিয়া ব্যবহার করে সবাই কম বেশি snake গেমস খেলেছেন। যারা চিটকোড টি জানেন তারা বাদে কেউ মনে হয় না চার/পাঁচ হাঁজারের বেশি করেছেন। যা হোক দেখি এবার কত করতে পারেন।
চিটকোড:
০১. প্রথমে আপনার মোবাইল থেকে snake গেমসে যান
০২. এরপর গেম টাইপে গিয়ে campaign সিলেক্ট করুন নিউ গেম সিলেক্ট করুন
০৩. box ভিতরের খেলা শেষ হলে যখন tunnel যাবে সাথে সাথে ব্যাক দিয়ে অপশনে ফিরেআসুন
০৪. এরপর আবার গেম টাইপে গিয়ে campaign সিলেক্ট করুন
০৫. তারপর ব্যাক দিয়ে গেমসের মেনুতে ফিরে আসুন
০৬. এবার আবার snake গেমসে যান এবং continue এ গিয়ে দেখুন আপনার স্কোর যা তাই আছে শুধু আপনার সাপ ছোট হয়ে গেছে।
তো এবার চেষ্টা করে দখুন তো হয় কিনা?
Post a Comment