proyojon Wellcome to my Blog

Ads

winamp এর মন মাতানো স্কীন তেরি করার অনেক
থার্ডপাটি সফটওয়্যার পাওয়া যায়। যা দিয়ে আপনি আপনার winamp এর চেহরা সুরতকে বদলে
দিতে পারেন। কিন্তু আমি আজ আপনাদের যেটি জানাতে যাচ্ছি সেটি হল কিভাবে এইসব
থার্ডপাটি( স্কীন মেকার) সফট ব্যবহার না করে শুধু মাত্র পেইন্ট বা ফটোশপ দিয়ে এর
বেইস স্কীন তৈরি করা।

১। প্রথমে ফটোশপ অপেন করুন।

২। file হতে new তে ক্লিক করুন এবং width 276 and height 118 pixels নির্ধারন করে বাকি সব সেটিং চিত্রের মত রেখে ok বাটনে ক্লিক
করুন।


৩। এবার আপনি ফটোশপ এর ওয়ার্ক এরিয়াতে ইচ্ছামত
ড্রংয়িং করুন বা কোন ইমেজ অপেন করে সেটিকে আপনার ওয়ার্কএরিয়াতে যুক্ত করুন।

৪। file মেনুতে হতে save as ক্লিক করুন এবং file name text box main টাইপ করুন ফাইলের নাম হিসাবে, format এর হতে BMP নির্ধারন
করে save এ ক্লিক করুন। এবার BMP options হতে file format এর windows এবং depth হতে 16 বা 24 bit নির্ধারন করে ok তে ক্লিক করুন। ফটোশপ বন্ধ করুন।

৫। এবার আপনার তৈরিকৃত main ( BMP ) format এর
ফাইলটি কপি করে C:\Program Files\Winamp\Skins ফোল্ডটার টি অপেন করে নতুন একটা
ফোল্ডার নিজের নামে তৈরু করুন। এবার নতুন তৈরি করা ফোল্ডারের ভিতর আপনার main ফাইলটি পেস্ট করুন।


৬। এখন winamp চালু করে মেনুতে ক্লিক করুন। উক্ত
মেনু হতে skin হতে আপনার নতুন তৈরি করা স্কীন টিতে ক্লিক করুন।

winamp ডাউনলোড করার জন্য নিচের লিংক এ ক্লিক
করুন।

http://download.oldapps.com/Winamp/winamp55_full_en-us.exe

0 Responses

Post a Comment

Ads