proyojon Wellcome to my Blog

Ads


আমার এক ভাই মোবাইল কোম্পানীর কাস্টমার ম্যানেজার। একদিন তিনি একটা সমস্যার কথা জানালেন তার টাস্কবারে একসাথে প্রায় ২৫টার উপর প্রোগ্রাম অন অবস্থায় থাকে। কিন্তু এর ভেতর বেশী কাজে লাগে হাতে গোনা ৫-৭টা প্রোগ্রাম। যেমন কল হিস্টোরি, আমার টিউন ইত্যাদি। কিন্তু একেক প্রোগ্রাম একেক সময় চালু করায় হয়তো একটা প্রথমে, নয়তো ৭-৮টা অকেজো প্রোগ্রামের শেষে আরেকটা। ফলে সমস্যা হলে প্রথমে খোঁজাখুঁজি করতে করতে অস্থির। তার উপর কাস্টমারের সাথে প্রতিদিন ৬-৭ ঘন্টা কথা বলা কত ঝামেলা কষ্টের! ভাই বলল, তোর কাছে কি কোন সফটওয়্যার আছে যা দিয়ে আমার প্রয়োজনীয় ৫-৭টা সফটওয়্যারগুলোকে আমি একপাশে আনতে পারি। এই রকম কোন কমান্ড আমি পারি কিনা বুঝতে পারছিলাম না। কিন্তু গত পরশু একটা সাইটে এই রকম একটা সফটওয়্যার পেলাম। এটি ইন্সটল করার পর আপনি আপনার প্রোগ্রামগুলোকে মাউস পয়েন্টার দিয়ে সহজেই একে একে ইচ্ছেমত সাজাতে পারবেন। শুধুমাত্র চালু করা প্রোগ্রামই না, আপনি আপনার স্টার্টআপ আইকনগুলোকে আগে পরে আনা নেওয়া করতে পারেন। সফটওয়্যারটির নাম হল Taskbar Shuffle। এবং এটি ফ্রিওয়্যার।

ডাউনলোড করুন এই লিংক থেকে।
0 Responses

Post a Comment

Ads