proyojon Wellcome to my Blog

Ads

ফোল্ডার লক করার এত্ত বিশাল বিশাল পোস্ট পড়ে আমার একটু লিখতে ইচ্ছা করল। আমি আপনাদেরকে সব চাইতে সহজ উপায়টি বলব। তবে এক্ষেত্রে জিপ ফাইল খোলার জন্য অন্য কোন থার্ডপার্টি প্রোগ্রাম(যেমন: Winzip, Winrar ইত্যাদি) ইনস্টল করা থাকলে পদ্ধতি একটু ভিন্ন হবে। অর্থাৎ খেয়াল রাখতে হবে জিপ ফাইল যেন উইন্ডোজের নিজস্ব প্রোগ্রাম দিয়ে ওপেন হয়(এক্সপি এবং ভিসতা তে এই সুযোগটা আছে)। এবার প্রথমে যে ফোল্ডার লক করতে চান সেই ফোল্ডার এর উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন। তারপর Send To তে যান। এরপর Compressed (ZIP) Folder এ ক্লিক করুন।


এখন মূল ফাইলের অনুরুপ একটি জিপ ফাইল তৈরি হবে। এবার জিপ ফাইল ওপেন করুন। এখানে খেয়াল রাখতে হবে, অন্য কোন থার্ডপার্টি সফটওয়্যার দিয়ে যেন ওপেন না হয়। সেজন্য জিপ ফাইলে রাইট মাউস ক্লিক করে Open With -> Compressed (ZIP) Folder এ ক্লিক করুন। File মেন্যেতে ক্লিক করুন ২ নং এ Add a Password এ ক্লিক করুন পাসওয়ার্ড দিন কনফার্ম করুন ব্যাস হয়ে গেল। এবার ফাইল ওপেন করুন, দেখেন পাসওয়ার্ড চাচ্ছে ।
0 Responses

Post a Comment

Ads